ডোমারে নিজস্ব অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র দানু।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন দিনে নিজস্ব অর্থায়নে দুঃস্থ  ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। শুক্রবার (৩এপ্রিল) সকাল ৯টায় পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে ভ্যানে করে প্যাকেট প্রতি ৫কেজি করে চাউল বিতরণ করতে দেখা গেছে। এ সময় পৌর কাউন্সিলরসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিগণ সাথে ছিলেন। মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, দেশের এই সংকটময় সময়ে মানুষের কাজকর্ম ব্যবসা বন্ধ হয়ে আছে। এমন দিনে আমার নিজ অর্থায়নে সামান্য খাদ্য সামগ্রী কিছুটা হলেও কাজে লাগবে। তিনি আরো বলেন, গতকাল ১নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। আজ ২শতাধীক প্যাকেট ৩নং ওয়ার্ডের অসহায় মানুষের হাতে তুলে দেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2576663424905022020

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item