ফুলবাড়ীতে ৭০টি প্রতিবন্ধী শিশু’র পরিবারের দায়িত্ব নিলেন এডিডি নির্বাহী পরিচালকঔ
https://www.obolokon24.com/2020/04/dinajpur.html
করোনা ভাইরাসের কারণে অনেকটা থমকে গেছে খেটে খাওয়া মানুষের জীবন যাত্রা,কর্মহিন হয়ে পড়েছে অনেকে। ঠিক এসময়ে ফুলবাড়ীতে অসহায় প্রতিবন্ধী শিশু’র পরিবার গুলোর দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি)- এর নির্বাহী পরিচালক ডা. মোঃ আহাদুজ্জামান চৌধুরী (সোহাগ)।
বুধবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম গৌরিপাড়া গ্রামে এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) অফিসে ৭০ জন অসহায় প্রতিবন্ধী শিশুর পরিবারের দায়িত্ব নিয়ে, তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন এডিডি’র নির্বাহী পরিচালক ডা. মোঃ আহাদুজ্জামান চৌধুরী (সোহাগ)।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তৈল, ৩টি সাবান ও ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম। এ সময় উপস্থিত ছিলেন,ফুলবাড়ী চাউলকল মালিক সমিতির যুগ্ন-আহব্বায়ক সমাজ সেবক শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জল,প্রেসক্লাবের কার্যকারী সদস্য সিনিয়র সাংবাদিক রজব আলী,এডিডির চিলড্রেন কেয়ারার জান্নাতুন ফেরদৌসি, চিলড্রেন কেয়ারার তাহাবুল ইসলামসহ এডিডির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।