ফুলবাড়ীতে গভীর রাতে ভাসমান বেদে পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান
https://www.obolokon24.com/2020/04/corona_1.html
দিনাজপুরের ফুলবাড়ীতে গভীর রাতে ভাসমান পরিবারের পাশে দাড়ালেন উপজেলা চেয়ারম্যান আতউর রহমান মিল্টন।৩১মার্চ মঙ্গলবার গভীর রাতে ফুলবাড়ী মার্কাস মসজিদ সংলগ্ন স্থানে ফাকা মাঠে বসবাসরত ১০টি ভাসমান সাপুড়িয়া পরিবারের কাছে ছুটে গিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাবার সামগ্রী দিয়ে তাদের সহয়াতা করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এর নেতৃত্বে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সরকারীভাবে বরাদ্ধকৃত এই ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার কানিজ আফরোজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ,সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু,শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ। এছাড়াও করোনা ঝুকি মোকাবেলা করে চিকিৎসকরা যাতে উপজেলাবাসীকে সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারে এজন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদের এডিবি ও রাজস্ব খাত থেকে ৪লক্ষ টাকা সহায়াতা প্রদান করেছে বলে জানা যায়।