করোনা: পঞ্চগড়ে আসক'র খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি
https://www.obolokon24.com/2020/04/Panchagar.html
চলমান বৈশ্বিক করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া পঞ্চগড়ের অসহায় ও দুস্থদের মাঝে তিন দিনব্যাপি খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।
শনিবার বিকেল থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। কর্মসূচির প্রথম দিনেই মটর সাইকেল যোগে গিয়ে পৌর শহরের অসহায় ও কর্মহীনদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সংস্থাটির পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ।
এই কর্মসূচি আগামী ৭ এপ্রিল (সোমবার) পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি আব্দুস সাত্তার।
এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, জেলা শাখার সাধারণ সম্পাদক রসুল বকস্ মানিক, পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এম এস রিপন ও আরিফ প্রমূখ।