ডোমার পৌর কাউন্সিলর লক্ষী রাণী’র স্বামী অমল দাস আর নেই।


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার পৌর কাউন্সিলর লক্ষী রানী’র স্বামী অমল দাস আর নেই।
তার মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল ১১টায় কলেজ পাড়া নিজ বাড়ীতে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্ষজনিত রোগে ভুগছেন। মৃত্যু কালে তার বয়স ছিল (৬৫) বছর। তিনি ডোমার কলেজপাড়া এলাকার স্বর্গীয় অধির চন্দ্রের কনিষ্ঠ পুত্র ও পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লক্ষী রানী’র স্বামী। আজ বিকাল ৩টায় ডোমার মহাস্মানে অন্ত্রিমক্রিয়া সম্পন্ন হবে। সকল আত্নীয় স্বজন ও শুভাকাংখীদের যথা সময়ে উপ¯ি'ত থানার অনুরোধ করেন অমল দাসের পরিবার। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৩ নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
#

পুরোনো সংবাদ

নীলফামারী 6835566258627787686

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item