পাগলাপীরে রাতের পারে আঁধারে জ বাড়ি ফেরা কর্মজীবীদের আগমনে এলাকায় আতঙ্ক
https://www.obolokon24.com/2020/04/Corons_13.html
|
|
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লক ডাউনে ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ফেরা কর্মজীবী নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষজনের আগমনে রংপুরের পাগলাপীরে আবাসিক বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকায় মানুষজনের মাঝে বিড়াজ করছে করোনা আক্রান্তের আশঙ্খায় আতঙ্ক । জানাগেছে পাগলাপীর সহ অঞ্চলের মানুষ জন কর্মের সন্ধানে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরকারী-বেসরকারী সহ নানান পেশায় জড়িয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সাম্প্রতি মরোনব্যাধী রোগ করোনা ভাইরাস দেশের সর্বাস্তরের মানুষজনকে উদ্বিগ্ন উৎকন্ঠায় ফেলেছেন। ফলে করোনা ভাইরাস প্রতিরোধে কিংবা এ রোগ হতে মুক্তি পেতে সরকার ২৬ শে মার্চ হতে লক ডাউন চালিয়ে যাচ্ছেন। সরকারের নির্দেশের পড়েও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাগলাপীর অঞ্চলের কর্মজীবি মানুষরা আটকা পড়ে আত্মমানবতার মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছে। কিন্তু লক ডাউনের মেয়াদ ২৫ শে এপ্রিল পর্যন্ত সরকারী ভাবে বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা পাগলাপীর অঞ্চলের কর্মজীবি নারী পুরুষরা। এই সব আটকা পড়া কর্মজীবী মানুষরা নারীর টানে ও পরিবারের টানে বাড়ি ফেরায় তাদের আগমনে করোনা ভাইরাস আক্রান্তের আশঙ্খায় পাগলাপীরের বিভিন্ন পাড়া মহল্লা বাসিদের মাঝে বিরাজ করছেন আতঙ্ক উৎকন্ঠা । সাম্প্রতি পাগলাপীর বন্দর সংলগ্ন কয়েকটি আবাসিক পাড়া মহল্লায় কর্মজীবী মানুষজন নারীর টানে বাড়ি ফেরায় পাড়া মহল্লার মানুষজনের মাঝে নানা কৌতহল সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এই সব বাড়ি ফেরা মানুষরা জ্বর,সর্দি, কাশি সহ নানা রোগে ভুগছেন। অনেকের ধারনা তারা করোনায় আক্রান্তের স্বীকার। এলাকায় পুলিশের নজরদারী যথারিতি থাকলেও মানুষজনের মাঝে করোনা আক্রান্তের আশঙ্খা পরিবার-পরিজন নিয়ে তারা দুশ্চিন্তায় ভুগছে।