নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ৮২৭৭


নীলফামারী প্রতিনিধি ১৫ এপ্রিল গোটা জেলা লকডাউন ঘোষনার পরেও গত ২৪ ঘন্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে নীলফামারীর নিজগ্রামে প্রবেশ করেছে ৭ হাজার ১০৫ জন মানুষ। এ নিয়ে জেলায় প্রবেশ করে ৮ হাজার ২৭৭ জন শ্রমজীবি মানুষ। তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে জেলার ৬ উপজেলার ২০ লাখ মানুষজন। এ ছাড়া জেলায় ৬ জন করোনা পজেটিভ হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
আজ বুধবার(১৫ এপ্রিল/২০২০) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। 
অপর দিকে ঢাকা, নারায়ানগঞ্জ গাজীপুর ও কুমিল্লা থেকে আসা পাঁচজন ও একজন কমিউনিটি ট্রান্সমিশন কারনে শরীরের করোনা ভাইরাস চিহিৃত হওয়ায় তাদের জেলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 
জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, এ পর্যন্ত ১৭২ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জনের করোনা রোগের পজেটিভ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে করোনা সন্দেহে একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনাও রংপুরে প্রেরণ করা হয়েছে। #

পুরোনো সংবাদ

হাইলাইটস 5400533291123259084

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item