পাগলাপীরের পাঠানপাড়া হতে হরকলি’র হাট যাওয়া সড়কটি পাকাকরণের দাবী

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ রংপর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পাঠানপাড়া মোড় হতে হরকলি’র হাট যাওয়া সড়কটি দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় সড়কে চলাচলরত  পথচারীসহ সাধারন মানুষজনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। জানা গেছে সদর উপজেলার হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের সীমান্তবর্তী পাগলাপীরের পাঠানপাড়ার মোড় ডালিয়া সড়ক হতে হাইওয়ে সৈয়দপুর রোড মোড় হরকলি’র হাট যাওয়া ১ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা পরে আছে। স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত সড়কটি পাঁকাকরণ হয়নি। কবে নাগাত সড়কটি পাঁকাকরণ করা হবে আজও জানে না সড়কে চলাচলরত ২ ইউনিয়নের ২০ হাজার জনগণ। সরেজমিনে পাঠানপাড়া গ্রামের বাবু খান, মাহাশ্য পাড়ার বাসিন্দা হরিদেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দুলাল চন্দ্র, বৈরাগী পাড়ার রঞ্জিত মহন্ত সহ সড়কে চলাচলরত বিভিন্ন মহল অভিযোগ করে সাংবাদিককে বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে পাঁকাকরণ করা হচ্ছে না। সড়কটি পাঁকাকরণ না হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে একটু বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানের গর্তে পানি জমে ওঠে, জলাশয়ের সৃষ্টি হয়ে পরে। কোথাও পানির স্রোতে সড়কের পাড়ি ভেঙ্গে যায়। আবার কোথাও কোথাও পুরো সড়কে কাঁদা-পানি একাকারে পরিণত হয়। এর ফলে সড়কটিতে রিক্সা-ভ্যান, অটো-সিএনজি, মটরসাইকেল, বাইসাইকেল সহ হালকা-পাতলা নানা যানবাহন চলাচল করা তো দূরের কথা, পথচারীসহ ভূক্তভোগী সাধারন মানুষজনের চলাচল দুঃসাধ্য হয়ে পরে। তাই দূর্ভোগের কবল থেকে রক্ষা পেতে তারা অবিলম্বে পাগলাপীরের পাঠানপাড়া হতে হরকলি’র হাট যাওয়া সড়কটি পাঁকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সহ সরকার ও প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি সুদৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 396388092014016273

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item