হরকলি ফাজিল মাদ্রাসার ৬ মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ সদ্য ঘোষিত ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২০১৯ এর বৃত্তি ফল প্রকাশে রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৬ মেধাবী শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় প্রতিষ্ঠানটি এখন উপজেলার শীর্ষে। জানা গেছে হরকলি বহুমূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসা হতে ৩৪ জন শিক্ষার্থী ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকা সহ শতভাগ পাশ করেছেন।
এদের মধ্যে ৬জন মেধাবী শিক্ষার্থীর ৪জন ট্যালেন্টপুল ও ২জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-ট্যালেন্টপুলে মোঃ আকাশ মিয়া-তার রোল নং-৮৩৪, মোঃ আরাফাত হোসেন-তার রোল নং-৮৩৩, মোছাঃ মোবাশ্বিরিনা আক্তার ময়না- তার রোল নং-৮৫৩, মোছাঃ জুই আক্তার- তার রোল নং-৮৪৪। সাধারন গ্রেডে মোঃ সাজ্জাদুর রহমান- তার রোল নং-৮২৭ ও মোছাঃ সাথী আক্তার- তার রোল নং-৮৪০। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী ও গভর্নিং বডির সভাপতি মোঃ তারা মিয়া এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাগলাপীর, রংপুর সহ দেশের সকল মহলের কাছে দোয়া আর্শিবাদ কামনা করেছেন। অপরদিকে এই অসাধারন সাফল্য অর্জনে অনুভূতি প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শরীরচর্চা বিষয়ক শিক্ষক এসএম ওয়ায়েছ কুরনী রুমন ও অফিস সহকারী মোঃ সাজেদুল ইসলাম সাংবাদিককে বলেন-অত্র প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা যে কোন পাবলিক পরীক্ষায় মেধা তালিকা সহ শতভাগ পাশ করে সুনাম অব্যাহত রাখছে। প্রকৌশলী, চিকিৎসক, আর্মি, পুলিশ অফিসার, শিক্ষক-প্রভাষক, অধ্যক্ষ-সুপার সহ দেশের বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করে দেশের সেবা করে যাচ্ছেন। হরকলি বহুমূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসাটি উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হলেও বর্তমান সরকারের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় অত্র বিদ্যাপীঠে ৪র্থ তলা বিশিষ্ট্য একটি ডিজিটাল একাডেমিক ভবন নির্মাণ করে উন্নত জাতি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সহ প্রশাসনের বিভিন্ন মহলের কাছে দাবি জানিয়েছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 534466061521316491

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item