একটু বৃষ্টিপাতে পাগলাপীর বন্দর কাঁদা পানি একাকারে-জনদূর্ভোগ

পাগলাপীর প্রতিনিধিঃ একটু বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীরের বিভিন্ন সড়ক কাঁদা পানি একাকারে পরিণত হয়ে পড়ছে। এর ফলে সড়কে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী পথচারীসহ সাধারন মানুষজন স্বীকার হচ্ছেন ভোগান্তির। জানা গেছে গতকাল শনিবার সকাল থেকে পাগলাপীর সহ অঞ্চল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পানিতে অঞ্চলের প্রাণকেন্দ্র পাগলাপীর বন্দরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে ও জলঢাকা-ডালিয়া-বুড়িমারী সহ জনগরুত্বপূর্ণ ৫টি সড়কের দূধারে গড়ে উঠা ব্যাংক-বীমা, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানের সামনে পানি জমে উঠেছে। আবার কোথাও কোথায় কাঁদা পানি একাকারে পরিণত হওয়ায় শিক্ষার্থী পথচারীসহ সাধারন মানুষজনের চলাচল দূঃসাধ্য হয়ে পড়ছে। বিশেষ করে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চাকায় পিষ্ট হওয়া কাঁদা পানি মানুষজনের গায়ে ছড়িয়ে-ছিটকে পরে জামা-কাপড় নোংরা হয়ে যাচ্ছে। সরেজমিনে পাগলাপীর বন্দরের ফাইভ স্টার মিস্টান্ন ভান্ডারের ম্যানেজার বিপুল, ডালিয়া রোডের মা হোমিও হলের ডাঃ প্রদীপ কুমার সরকার, পাগলাপীর প্রেস ক্লাব মোড়ের হোটেল ব্যবসায়ী শিমুল, আব্দুর রহিম ও জিয়াম সহ পাগলাপীরের বিভিন্ন মহল অভিযোগ করে বলেন, পাগলাপীর বন্দরে স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। এর ফলে একটু বৃষ্টিপাতে ৫টি সড়কের দুধারে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পানি জমে উঠছে এবং কাঁদা পানি একাকার হয়ে পরে। তাই এই দূর্ভোগের কবল থেকে রক্ষা পেতে পাগলাপীর বন্দরে পানি নিষ্কাশনের জন্য ড্রেন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 349776448162847879

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item