তেঁতুলিয়ায় ইয়াবা সহ এক মাদককারবারী আটক

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি ঃ ইয়াবা সহ এক মাদককারবারীকে আটক করেছে থানা তেঁতুলিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদৎ হোসেন ও এএসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৪২) নামে এক মাদককারবারীকে আটক করে পুলিশ। সে ঐ গ্রামের মৃত লোকমান আলীর পুত্র।
পুলিশ জানান, ইয়াবার বিক্রির খবর পেয়ে আমরা বোয়ালমারী এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে অভিযান চালিয়ে শহিদুলের বাড়ির সামনে থেকে ২০ পিজ ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। মাদককারবারী শহিদুলকে আটকের সময় ধস্তাধস্তিতে মামুনুর রশিদ নামে এক পুলিশের কনস্টেবল আহত হয়েছে। এসআই শাহাদৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এ ব্যপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, মাদকের বিষয়ে কোন ছাড় নাই সে যেই হোক না কেন। তেঁতুলিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।#

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7533541272353113958

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item