ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এবারের এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলাও নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮-মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী ইউনিট অফিসের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ। আলোচনা সভায় সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সূধীজন, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমেটর শিক্ষক-শিক্ষিকা-ছাত্রী উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 3010654120649847443

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item