কুড়িগ্রামে (জেম্স) মডিউল বিষয়ক প্রশিক্ষণের ২য় পর্যায় শুরু

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
নারীর ভবিষ্যৎ করতে জয় শিশু বিয়ে আর নয়- এই শ্লোগানে বাল্যবিবাহ জেন্ডার ইক্যুাইটি মুভমেন্ড স্কুল্স মডিউল বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সভা সোমবার ৯ টায়  কুড়িগ্রামের ফুলবাড়ীর একটি হোেেটলে এ  অনুষ্ঠাান হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজন ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে বিন্ডিং বেটার ফিউচার গাল্স (বিবিএফজি) প্রকল্পের সভা উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, বিবিএফজি প্রকল্পের জেলা সমন্বয়বারী আব্দুল আল মামুন, আরডিআরএস বাংলাদেশ-এর উপজেলা বিবিএফজি প্রজেক্ট সমন্বয়ক ঝরনা বেগম, টেকনিক্যাল অফিসার সাইদুল ইসলাম, হাফসা বেগম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটু, প্রমুখ।
বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও রাজারহাট উপজেলায় এই কর্মসূচী চলমান রয়েছে। বাকী ৭টি উপজেলায় এই কর্মসূচী দেওয়া হলে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ জেন্ডার ইক্যুাইটি মুভমেন্ড স্কুল্স  (জেম্স) মডিউল বাস্তবায়ন করা শতভাগ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 833212821053214231

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item