হরকলি ফাজিল মাদ্রাসার “মুজিব বর্ষে” শিক্ষা সফর অনুষ্ঠিত

পাগলাপীর প্রতিনিধিঃ  মুজিব বর্ষ ২০২০ উপলক্ষ্যে “সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য” ও কাঙ্খিত ফলাফল অর্জনের প্রত্যাশায় জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ এবং লালমনিরহাটের তিন বিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতায় শিক্ষা সফর ও বার্ষিক বনভোজন। এ উপলক্ষ্যে রবিবার ৮ই মার্চ দুপুরে ডালিয়া তিস্তা ব্যারেজ হেলীপ্যাডে আয়োজন করা হয় আইডি কুপন, র‌্যাফেল ড্র, ইসলামী সংগীত পরিবেশন, পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভা। শারীরিক শিক্ষক এসএম ওয়ায়েস কুরনী রুমন ও অফিস সহকারী মোঃ সাজেদুল ইসলাম এর সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষা সফর ও বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন গভর্ণিং বডির সদস্যদের মধ্যে সভাপতি মোঃ তারা মিয়া, সদস্য তাজুল ইসলাম, আয়নাল হক, গোলজার হোসেন, শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র আরবী প্রভাষক একেএম মফিজুল ইসলাম, প্রভাষক আব্দুল মান্নান, জিন্নুর রহমান, হাদিউজ্জামান, সহকারী শিক্ষক তৈয়ুবুর রহমান, মোছাঃ জয়নব বানু, রুপালী বেগম, সহকারী মৌলভী রেজাউল করিম, ইবতেদায়ীর প্রধান একেএম মাহবুবুর রহমান, সহকারী জুলফিকার আলী। আমন্ত্রিত অতিথী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.হ.ম ইমদাদুল হক, হরকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা খাদিমুল ইসলাম, মিডিয়া পার্টনার পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম (দৈনিক যুগের আলো)। বিশেষ আমন্ত্রণে মোছাঃ মনোয়ারা বেগম, ছায়েরা বেগম, শেফালী বেগম, মমতাজ বেগম, লাকী বেগম, মোনাজ্জা খাতুন, কাওছার জাহান, রত্না আক্তার, উম্মে সালমা ও মিসেস অধ্যক্ষ। অভ্যর্থনায় শিক্ষা সফর ও বনভোজন কমিটির আহ্বায়ক সামসুজ্জোহা মিয়া, অর্থ সচিব হাফিজুল ইসলাম ও সহ-অর্থ সচিব মাইদুল ইসলাম। সার্বিক  সহযোগিতায় মহুবর রহমান ও জাহিদ হোসেন। ভিডিও ধারণ- তারেক ভিডিও কর্ণার। পরিবেশনায়ঃ বাবুর্চি রাজু আহম্মেদ। উক্ত শিক্ষা সফর ও বার্ষিক বনভোজনের প্রথম প্রহর সকাল ১০টায় ডালিয়া তিস্তা ব্যারেজে নাস্তা সেরে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী ও গভর্ণিং বডির সভাপতি তারা মিয়ার নেতৃত্বে উক্ত শিক্ষা সফর বনভোজনের অংশগ্রহণকারীরা অটোতে করে তিন বিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতায় বাংলাদেশের শেষ প্রান্ত ও ভারতীয় সীমান্তে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ৭টায় অত্র মাদ্রাসা ক্যাম্পাসে সফর ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ শেষে বাস যোগে শিক্ষা সফর ও বনভোজনের উদ্যোগে রওয়ানা হন অংশগ্রহণকারী সফরকারীরা।

পুরোনো সংবাদ

রংপুর 2153182496724111387

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item