জলঢাকায় উপজেলা আ'লীগের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/03/jaldhaka_54.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোচনা সভা করেছে উপজেলা আ'লীগ। আজ শনিবার বিকেলে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান চানু, অনিল রায়, সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মহসিন আলী, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, আ'লীগ নেতা তোফায়েল মাস্টার, যুবলীগ নেতা রাজিব চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্যে দেন। উপজেলা আ'লীগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা আ'লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।