ডোমার বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মরনব্যাধী করোনা ভাইরাস মোকাবেলায় নানা সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন করছেন। যাতে  সাধারন মানুষ আতংকিত না হয় সে জন্য পরামর্শ প্রদান করছেন। বিদেশ থেকে কেউ তার নিজ বাড়ীতে এলে তাৎক্ষনিক খবরটি পৌছানোর নির্দেশ প্রদান করছেন। পাশা পাশি বিভিন্ন হোটেল ও চায়ের দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ীতে থাকার পরামর্শ প্রদান করছে পুলিশ। এই করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ীয়ে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে। বিষটি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করায় দ্রব্যমূল্যের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। গতকাল সকাল থেকে ডোমার বাজারের ঔষধ, চাল, ডাল ও কাচাঁ বাজারের দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দিয়েছে। আজ সকাল থেকে ডোমার বাজারকে লকডাউন ঘোষনা করে এলাকা জনশুন্য হয়ে পড়েছে। এর জন্য একদল পুলিশ সার্বক্ষনিক নজর দারীতে রেখে গোটা শহরে টহল দিয়ে চলছে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার জন্য জনগনকে উদ্বুদ্ধ করছি, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার চেষ্টা করছি, প্রয়োজনে মনিটরিং আরো জোড়দার করা হবে, তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে করতে আমাদের পুলিশ সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে।




পুরোনো সংবাদ

নীলফামারী 1036016977507777217

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item