ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
https://www.obolokon24.com/2020/03/domar_22.html
রবিবার সকালে সহকারী কমিশনার(ভুমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজ রোববার সকালে সহকারী কমিশনার মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে উপজেলার চিলাহাটি রেলঘুন্টি মোড়ের মানিক হোসেনকে ১০ হাজার,ধঞ্জনপুর বাজারের মতিয়ার রহমানকে ৫ হাজার ও খলিলুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা হয়। ডোমার বাজারে চাল ব্যবসায়ী দীপক মানি প্লাষ্টিকজাত পন্য ব্যবহার করায় ৫শত টাকা, মুদি দোকানদার নুর আলম অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল রাখার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^দেব রায়, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন উপস্থিত ছিলেন।