সৈয়দপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক নাছিম রেজা শাহ্’র শ্বশুরের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মো. নাছিম রেজা শাহ্’র শ্বশুর মোহাম্মদ আলী শাহ্ বার্ধক্যজনিত কারণে  বুধবার দিবাগত রাতে দিনাজপুর এম. এ. রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখেন গেছেন।
আজ (বৃহস্পতিবার) বাদ জোহর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪ নম্বর ইশবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে তাঁর জানাজার নামাজ  অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ  নেয়। শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী  মো. আব্দুল লতিফ ও অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক নজির হোসেন নজু, তোফাজ্জল হোসেন লুতু, এনজিও কর্মকর্তা মো. শফিকুল আলম প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।                         

পুরোনো সংবাদ

নীলফামারী 8281650157761154724

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item