পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ুর পাখি উদ্ধার


মোঃ তোতা মিয়া পঞ্চগড়-   পঞ্চগড় সদর উপজেলার  চাকলাহাট এলাকায় একটি বিরল প্রজাতির ময়ুর পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর থেকে পাখিটি উদ্ধার  করা হয়।

স্থানীয় বাচ্চা মিয়া ও আব্দুল মান্নান জানান, আমরা দেখতে পাই একটি পাখিকে কুকুর তাড়া করছে । কাছে গিয়ে দেখতে পাই একটি ময়ূর পাখি। পরে  স্থানীয়  কামরুজ্জামানসহ কয়েকজন কে জানাই। তারাসহ সবাই মিলে কুকুরের হাত থেকে পাখিটিকে উদ্ধার করে বাচ্চা মিয়ার বাড়িতে নিয়ে আসি।

খবরটি ছড়িয়ে পড়লে একনজর পাখিটিকে দেখতে এলাকার মানুষজন ছুটে আসেন । মুহূর্তে পুরো বাড়ি লোকে লোকারণ্য হয়ে পড়ে। 

পরে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা ছুটে আসেন। বাড়ির মালিক বাচ্চা মিয়া পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা মো রুহুল  আমিন এর হাতে সন্ধায় ময়ুর পাখিটি হস্তান্তর করেন।

বন বিভাগের কর্মকর্তা মো রুহুল আমিন বলেন, আমরা ময়ুর পাখিটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠাব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2070193976814877857

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item