ডোমারে পুলিশ সুপারের মতবিনিময় সভা


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার- "মুজিববষে'র অঙ্গীকার পুলিশ হবে জনতার "- এই স্লোগানকে সামনে রেখে    নীলফামারীর ডোমার থানা চত্তরে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় মাদক, সন্ত্রাস,উগ্রবাদ,জুয়া ও ইভটিজিং বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 ডোমার থানার উদোগে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নীলফামারীর  জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)  ।
ডোমার থানার অফিসার ইনচাজ' মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ   সভায় আরো বক্তব্য রাখেন ডোমার উপজেলা নিবাহী' অফিসার শাহিনা শবনব, , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ডোমার উপজেলা শাখার সাবেক কমান্ডার নুরন নবী, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার  আবুল বাশার আতিকুল রহমান,সোনারায় কমিউনিটি পুলিশের সভাপতি সহিদ আহমেদ শান্ত, ব্যবসায়ী গোলাম কুদ্দুস আইয়ুব, বাংলাদেশ আওয়ামীলীগ, ডোমার উপজেলা শাখার সভাপতি অধ্যাপক (অবঃ) খায়রুল আলম বাবুল, ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, বেগম রৌশন কানিজ,  ডোমার পৌরসভার কাউন্সিলর শফিক বিন মোশে'দ তরুন, জাপার ডোমার উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান চয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান রিমুন,ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, ,ডোমার উপজেলা ভুমি কম'কতা' মনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু প্রমুখ ।
বক্তারা ডোমার থানাকে দূনী'তি  ঘোষণা করা,বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং,  মোবাইলে সংবাদ পাওয়ার পরও পুলিশের দেরীতে যাওয়া, ডোমার পৌরসভার সড়কে যানজটে জনজীবন স্থবিরতা, ঠিকাদারের নিকট  আটটি মোটরসাইকেল চাঁদা যারা চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দশচাকার ট্রাক পৌরসভার মধ্য দিয়ে বন্ধ করা, মোবাইলে মাদক ব্যবসা,মামলা দ্রুত  শেষ করা,  জামাতের ব্যাপারে সত'কতা, থানাকে দালাল   মুক্ত করা, ধমে'র নামে চাঁদাবাজী বন্ধ করা,  মাহফিলে সরকার উৎখাত ও ষড়যন্ত্র নিয়ে সত'কতা সহ বিভিন্ন বিষয়ে  বক্তব্য রাখেন ।                                     



নীলফামারী জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম পিপিএম বলেন, মাদক নিমূ'লে জনসাধারণের সহযোগিতা কামনা করেন,আমিত্ববোধের কারণে সব শেষ হয়ে যাচ্ছে। আমি থেকে আমরাতে আসতে হবে। মহুত্বেই সব ঠিক হয়ে যাবে।নারীর প্রতি  সম্মান প্রদর্শন করতে হবে। তিনি ওসিকে বনিক সমিতি,  প্যানেল মেয়রসহ সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত পৌরসভার মধ্যে সড়কগুলি  দখল মুক্ত করার নিদে'শ দেন। শিক্ষকদের জুয়া নিয়ে শিক্ষাথী'দের  মধ্যে  সচেতনতা গড়ে তোলার করার অনুরোধ করেন। ইভটিজারদের ব্যপারে জিরো টলারেন্স ঘোষণা করেন। জঙ্গিগোষ্ঠীর ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। জনসাধারণকে ভীরু থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সাহসী মানুষ হওয়ার আহবান জানান। আমরা অপরাধের শিকর ধরে তুলে আনব। আপনাদের সহযোগিতা চাই। তাহলেই  আমরা সকল অপরাধ নিমুল করতে পারব, করব।   

পুরোনো সংবাদ

নীলফামারী 4192445833625140294

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item