চাইল্ড হেল্পলাইন "১০৯৮" এর ওরিয়েন্টেশন কর্মশালা

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে আজ (বুধবার) ২৯ জানুয়ারী দুপুর ১২টায় শিশু সুরক্ষা লক্ষ্যে  ,শিশুর সহায়তা  সহায়তা  ফোন চাইল্ড হেল্পলাইন "১০৯৮" এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।চাইল্ড সেনসিটিভ সোসাল প্রটেশশন  ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্টিত হয় । ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ।
ডোমার উপজেলা নিবাহী' অফিসার শাহিনা শবনবের সভাপতিত্বে এ কম'শালায় বক্তব্য রাখেন ডোমার থানা ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, বেগম রৌশন কানিজ, ডোমার সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, ডোমার অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ আবু ফাত্তাহ্ কামাল (পাখি),সমাজকমী' তানভির হাচান প্রমুখ।এ কর্মশালায় সাংবাদিক ,শিক্ষক, সমাজকর্মী,ইমাম,পুরোহিত, জনপ্রতিনিধি,কাজী সহ অর্ধ শতাধিক  গন্যমান্য ব্যক্তিবর্গ  এ কর্মশালায় অংশ নেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2516867470516773929

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item