পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত দেড় মাসে আড়াই লক্ষাধীক টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধারসহ ৪৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, সৈদয়পুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান এর দিক নির্দেশনায় ও পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক এর নের্তৃত্বে রেলওয়ে থানা এলাকা ও বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত দেড় মাসে (১১/১২/২০১৯ইং হতে ২৭/০১/২০২০ইং তারিখ পর্যন্ত) ২ লাখ ৬৬ হাজার ১শ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য (যেমন ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, নেশার ইনজেকশন) উদ্ধারসহ ৪৭ জন মাদকসেবী ও মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনবল স্বল্পতা থাকা সত্ত্বেও পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে তিনি জিরো টলারেন্সের কথা বলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2245182591481462798

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item