পাগলাপীরে চেয়ারম্যান ইকবালের সরস্বতী পুজার বিভিন্ন মন্ডব পরিদর্শন


হাবিবুর রহমান সেলিম পাগলাপীর প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে ও ধর্মীয় ভাব গম্ভীয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের সনাতন হিন্দু ধর্মাবলীদের আরেক ধর্মীয় উৎসব বিদ্যার দেবী-জ্ঞানের দেবী শ্রী শ্রী স্বরসতী পূজা। এদিকে উৎসব উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন পাগলাপীরের ক্ষত্রিপাড়া, বৈরাগী পাড়া, মাহাশ্বপাড়া(পল্লী বিদ্যুৎ সংলগ্ন), হরকলি বরন্তর, হাজড়ার ঝাঁড়, রতিরামপুর শিবের বাজার সহ ইউনিয়নের বিভিন্ন আবাসিক পাড়া-মহল্লায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে স্বরসতী পূজার বিভিন্ন মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে অত্র ইউপির সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রূপকার মোঃ ইকবাল হোসেন সনাতন হিন্দু ধর্মাবলী নারী-পুরুষ সহ ভক্ত-শ্রোতা-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবে যাতে ইউনিয়নের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় পূজা অর্চনা পালন করতে পারে, আমি দায়িত্ব গ্রহণের পর আমার পরিষদ সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। গত পৌঁনে ৫বছরে গ্রামীণ বিভিন্ন অবকাঠামো সহ নানা উন্নয়নমূখী প্রকল্প বাস্তবায়নে মসজিদ মাদ্রাসার পাশাপাশি মন্দির-মন্ডব, হরি সভা, ধর্মীয় নানা উপাসনালয় সহ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এখন আলোকিত ইউনিয়ন করার প্রত্যাশায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া আর্শিবাদ করবেন যেন সময়ের মধ্যে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আগামী মার্চ মাসে সম্ভবত ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারে। তাই উন্নয়নের ধারাবাহিকত অব্যাহত রাখতে আগামী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশগ্রহণের প্রত্যাশায় উপস্থিত সকলের কাছে দোয়া আর্শিবাদ ও ভোট চান তিনি। এ সময় চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে ছিলেন-৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান আকবর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঞ্জিনা আক্তার আদুরী, স্থানীয়দের মধ্যে ক্ষত্রিপাড়া স্বরসতী পূজা উদযাপন কমিটির সভাপতি পার্থ সারথী রায়, সম্পাদক সন্তোষ রায়, উপদেষ্টা সুমন চন্দ্র রায়, বৈরাগীপাড়া স্বরসতী পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র মহন্ত,সম্পাদক রিপন মহন্ত, মাহশ্বপাড়া (পল্লী বিদ্যুৎ সংলগ্ন) পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র মহন্ত বুশ, সম্পাদক বৃন্দাবন চন্দ্র মহন্ত, কোষাধ্যক্ষ পল্লব চন্দ্র মহন্ত, সদস্য জীবন, লিমন, অন্তর, শুভ, শাওন , গোপাল, উপদেষ্টা বুলু রাউৎ সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী মহলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। (ছবি আছে)।
পূর্ব কিশামত খলেয়া দ্বিমূখী মাদ্রাসার 

পুরোনো সংবাদ

রংপুর 1050271674520515416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item