সৈয়দপুরে ট্রাফিক পুলিশ পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরীর পিতা আর নেই


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়পুরে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী সম্রাটের বীর মুক্তিযোদ্ধা পিতা তরিকুল ইসলাম চৌধুরী আর নেই। তিনি আজ সোমবার ভোরে ছেলে মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী সম্রাটের সৈয়দপুরের ভাড়া বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ (সোমবার) বাদ জোহর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।  উক্ত জানাজার নামাজেঠাকুরগাঁও শহরের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদরের বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া গ্রামে মরহুমের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাশেদুল হাসান মন্ডল ও আশরাফ কোরাইশী, শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. আব্দুল খালেক, সৈয়দপুর কর্মরত সাংবাদিকবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবরের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।                                                           

পুরোনো সংবাদ

নীলফামারী 8469661932411045369

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item