পঞ্চগড়ে আজ ৪.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

মোঃ তোতা মিয়া পঞ্চগড়-

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো রেকর্ড হয়েছে বছরের সর্বনিম্ন তাপমাত্রা।  ক’দিন থেকে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে ওঠানামা করলেও তা কমে নেমে এসেছে ৪ দশমিক ৫ ডিগ্রিতে।আবহাওয়া দপ্তর জানায়, রোববার সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
যা সারাদেশের তুলনায় সর্বনিম্ন। এর আগে সকাল ৬ টায় রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা ওঠানামা করলেও পঞ্চগড়ে তীব্র শীত বিরাজ করছে । রাত নামার সাথে সাথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। শীতের দাপটে দুর্ভোগে এখানের ছিন্নমূল ও দরিদ্র মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়া এ জেলায় শীত কাটানো অসম্ভব হয়ে পড়ছে। অনেকেই খড়কুটা জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের।

এই তীব্র শীতে জেলার দুই লাখ দুস্থ মানুষের জন্য সরকার বরাদ্দ দিয়েছে মাত্র ২৮ হাজার শীতবস্ত্র। বিতরণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। অভিযোগ উঠছে স্বজন প্রীতিরও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল তা কমে আজকে একেবারে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে।

তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান রহিদুল।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5228222947510296467

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item