পহেলা জানুয়ারি নীলফামারীতে সাড়ে ৫৬ লাখ নতুন বই

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ পহেলা জানুয়ারি বই উৎসবে নীলফামারী জেলায় শিক্ষার্থীদের মাঝে ৫৬ লাখ ৩৭ হাজার ৫৯টি নতুন বই বিতরণ করা হবে। ইতোমধ্যে উৎসব স¤পন্ন করতে স্কুলে স্কুলে প্রয়োজনীয় প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে শহরের নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।
এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথ-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৯ লাখ ৭১ হাজার ৩৯৯টি নতুন বই ২ হাজার ৮৮২টি স্কুলে বিতরণ করা হবে।
এরমধ্যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ১৯ লাখ ৮ হাজার ২৪৬টি এবং প্রাক-প্রাথমিকে ৬৩ হাজার ১৫৩টি বই রয়েছে।এছাড়া মাধ্যমিক পর্যায়ে ২৫ লাখ ৬৬হাজার ৬৩টি, দাখিলে ৫ লাখ ৮৯ হাজার ৫১৮টি, এসএসসি ভোকেশনালে ১ লাখ ২ হাজার ৮৯০টি, দাখিল ভোকেশনালে ১৮ হাজার ৫শ, কারিগরি ট্রেডে ৪৬ হাজার ৫শ এবং ইবতেদায়িতে ৩৯ হাজার ৫শত নতুন বই বিতরণ করা হবে।
নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভূষণ চক্রবর্তী জানান, শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে বিতরণ একটি যুগান্তকারী উদ্যোগ।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নেন। যার কারণে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে বাড়িতে ফেরে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তাজুল বলেন, ইতোমধ্যে স্কুলে স্কুলে বই পৌঁছানো হয়েছে। পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করা হবে। বই বিতরণের বিষয়টি মনিটরিং করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে চাহিদার সব বই পেয়েছি আমরা। বিতরণও করা হয়েছে স্কুলগুলোতে। পহেলা জানুয়ারি উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা সম্ভব হবে শিক্ষার্থীদের মাঝে। জানতে চাইলে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রত্যন্ত এলাকাতেও বছরের প্রথম দিন বই দেয়া হচ্ছে কিনা, এটি আমরা দেখবো। নতুন বই নিয়ে যাতে শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে বাড়ি ফিরে এটি আমরা নিশ্চিত করতে চাই। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5293054047534189744

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item