জলঢাকায় প্রকল্প সমাপ্তিকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মা ও শিশুর স্বাস্থ্য  সুরক্ষায় প্রকল্পের সমাপ্তিকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ল্যাম্ব শো প্রকল্পের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, তোজাম্মেল হক, গোলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্বাস্থ্য উপসহকারী কমিউনিটি  মেডিক্যাল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন, ল্যাম্ব শো প্রকল্পের মনিটরিং অফিসার সাদেকুল বারি ও ফিল্ড কো-অর্ডিনেটর লিটন সরকার প্রম্খু। উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর কামরুল হাসান বলেন গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নের জন্য পাড়ায় পাড়ায় গর্ভবতী মায়েদের নিয়ে উঠান বৈঠক, বাবাদের নিয়ে সভা, কিশোর কিশোরী সভা, সচেতনতা মূলক গণ নাটক পরিবেশন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ ও স্বাভাবিক প্রসব, প্রসব পরবর্তী সেবাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাই তিনি ২০১৯ সালের ৩১ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলে এই কার্যক্রম চলমান রাখার আহবান জানান। এসময় উপস্থিত সকলেই ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রম চলমান রাখতে প্রতিজ্ঞা করেন। ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্পের সমাপ্তিকরণ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যবিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, গন্যমান্য  ব্যাক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর ইয়াসিন আলী।

পুরোনো সংবাদ

নীলফামারী 2083300144439500153

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item