ডোমারে অগ্নিকান্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাঁই

আবু ফাত্তাহ কামাল পাখি,স্টাফ রিপোর্টার-নীলফাফারী জেলার ডোমার উপজেলায় অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১৫ টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
গতকাল রবিবার রাত ৭টার দিকে উপজেলার গোমনাতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ডারারপাড় গ্রামে দূর্ঘটনাটি ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ডোমার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বদরুল ইসলামের ছেলে আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশর্^বর্তী বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পরে ডোমার ও ডিমলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ২টি ইউনিট দ্রুত অগ্নিকান্ডস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় বসত ঘরের আসবাবপত্র, কাগজ, টাকা পয়সা,একটি ছাগল সহ মূল্যবান সামগ্রী। গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ পরিবারদের সদস্যদের মাঝে কম্বল ও রাতের খাবার প্রদান করেন।
ডোমার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানেজার ফরহাদ হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,এতে ৮টি পরিবারের ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5460212547898483938

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item