আটোয়ারীতে নিযার্তন, মাদক, জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধিঃ

 পঞ্চগড়ের আটোয়ারীতে নারী ও শিশু নিযার্তন, মাদক এবং
জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটোয়ারী থানা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে থানা প্রাঙ্গণে থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ (তদন্ত) জয়ন্ত কুমার শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুর্দশন বর্মন, অনান্যানের মধ্যে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শাহজাহান ও রেনু
একরাম, জেলা পরিষদ সদস্য মাজেদুর রহমান বকুল, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ
বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধান অতিথি আটোয়ারী থানা থেকে শুরু করে পঞ্চগড়ের ৫ থানার সকল ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সাথে আলোচনা সভা করে পঞ্চগড় জেলা মাদকমুক্ত ঘোষনা করার কথা বলেন।
তিনি আরো জানান, আমরা জেলার সকল মাদক ব্যবসায়ী ও সেবনকারীর তালিকা তৈরী করেছি। তারা মাদক ছেড়ে ভালো হতে চাইলে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিবে। আর ভালো না হলে তাদের বাড়ির সামনে ব্যবসায়ী বা সেবনকারী হিসেবে সাইনবোর্ড লাগিয়ে দিব। তাদের কোন অস্থিত্ব থাকবেনা এবং কি তারা আর কোন দিন সমাজে মুখ দেখাতে পারবেনা এমন ব্যবস্থা করা হবে। এতে সবার সহযোগিতা চান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1874427270134394422

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item