ডোমারে ল্যাম্বের প্রকল্প সমাপনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“আর কোন ভাবনা নয়, নিরাপদ ডেলিভারী সব সময়” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বুধবার (১৩নভেম্বর) ডোমার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ “শো” প্রকল্প।
ফিল্ড কোর্ডিনেটর আনিছুর রহমান আনিসের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন। বিশেষ অতিথি হিসেবে এইচআই বেলাল উদ্দিন, শিক্ষক বাবু জ্যোতিষ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর উম্মে কুলসুম, নারী নেত্রী আছমা সিদ্দিকা বেবি, ইউপি সদস্য নুর ইসলাম, ফিল্ড কোর্ডিনেটর আব্দুস ছালাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মা শিশু স্বাস্থ্য, নারী উন্নয়ন ও বৈষম্য দূরীকরণে বে-সরকারি সংস্থা ল্যাম্বের শো প্রকল্প বিরাট সফলতা অর্জন করেছে। গ্রাম ও পাড়া পর্যায়ে  গ্রামীণ নারীদের সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ প্রসব ও আর্ত-সামাজিক উন্নয়নে আমূল পরিবর্তন এনেছে সংস্থাটি। প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর  জীবন কুমার পোদ্দার জানান, “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, মা ও শিশু মৃত্যুর হার প্রতিরোধ করি” এই শ্লোগান কে সামনে রেখে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা কার্যক্রম কে সহযোগিতা করতে অত্র ইউনিয়নে ২০১৬ সাল হতে শো-প্রকল্প কাজ করে যাচ্ছে এবং ৩১ ডিসেম্বর ২০১৯ এ প্রকল্পের সকল কার্যক্রম সমাপ্ত হতে যাচ্ছে। মা শিশু স্বাস্থ্য, নারী উন্নয়ন ও বৈষম্য দূরীকরণে শো প্রকল্প অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে জানান এবং এ রকম প্রকল্প সত্যিকার অর্থে দেশের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন বলে বক্তরা জানান। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত ২৪/৭ নিরাপদ প্রসব সেবা ইউনিয়নের বিভিন্ন ঔষধ সরবারহ, ফ্রিজ, ফ্যান, প্রসব বেড, অক্রিজেন সিলিন্ডার সহ সেট, গর্ভকালীন সেবার বেড, সোলার, আলমিরা, অটোক্লাপ মেশিন, ডাম্পিং, সহ মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে যা প্রয়োজন সকল প্রকার ঔষধ, গুনগত সেবা প্রদানে সকল উপকরণ সরবারহ করে এ প্রকল্প। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সভাপতি মোসাব্বের হোসেন (মানু) এর নেতৃত্বে ডোমার সদর  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বর্তমান তহবিল ৫৮œ হাজার টাকা যা জনতা ব্যাংক ডোমার শাখায়  জমা রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 940879800523166985

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item