নীলফামারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারীতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সোমবার(৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) হাফিজুর রহমান চৌধুরী।
জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার জেলা শিক্ষা অফিসার ওসমান গণি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
ঝড়ে পড়া রোধ, শতভাগ উপস্থিতি, বরাদ্দের সঠিক ব্যবহার, সঠিক মনিটরিং, মেধাবীদের স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয় মতবিনিময় সভায়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, নীলফামারীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে স্ব স্ব দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। এক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ বাস্তবায়নসহ নিজেকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগড়, দায়িত্বে অবহেলা নয় বরং সহযোগীতা নিয়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনে জেলা প্রশাসনকে ব্যবহার করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।
জেলার ছয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, নীলফামারী সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য উপজেলা থেকে শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5813778370185528429

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item