ডিমলায় সীমান্তে ১২টি গরু আটক

বিশেষ প্রতিনিধি॥ করিডোর ফাকি দিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তের ওপার হতে নিয়ে আসা ১২টি ভারতীয় গরু চোরাইপথে পাচারের সময় তা আটক করেছে বিজিবি ৫১ ব্যাটলিয়ানের থানার হাট কোম্পানী   ক্যাম্পের জোয়ানরা।
আজ সোমবার(৩০ সেপ্টেম্বর) ভোরে ওই গরু গুলো উপজেলা পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়া নামক স্থানে ট্রাকে করে পাচারের সময় এলাকাবাসীর সহায়তায়  বিজিবি আটক করলেও পালিয়ে যায় চোরাকারবারীরা।
থানার হাট বিজিবি কো¤পানী কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আজ সোমবার সকালে নীলফামারী কাস্টমসে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক গরু গুলো কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রির প্রক্রিয়ায় রাখা হয়েছে। সুত্র মতে আটক গরু গুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা।
জানা যায়, উপজেলার পশ্চিম ছাতনাই কালিগঞ্জ পয়েন্টে সরকার অনুমোদিত করিডোর স্থাপন করা হয়েছে। করিডোরের মাধ্যমে প্রতি গরু সরকারের রাজস্বে জমা পড়ে পাঁচশত টাকা করে। অভিযোগ মতে কিছু প্রভাবশালী ব্যাক্তি করিডোর ফাকি দিয়ে শতশত গরু ভুয়া রশিদে পাচার করছে। এলাকাবাসীর অভিযোগ ফিরোজ নামের এক প্রভাবশালী করিডোর ফাকি দিয়ে গরু পাচারের প্রধান ভুমি পালন করছে।
এলাকাবাসীর মতে ঘটনার রাতে আরো ৬টি ট্রাকে ৭২টি গরু পাচার করা হয়। ৭ নম্বর ট্রাকে আরো ১২টি লোড করে পাচারের সময় গ্রামবাসীর সহায়তায় বিজিবি তা আটক করলেও জরিতরা পালিয়ে যায়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6764682708433464086

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item