নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন হাসিনা-মোদি


ডেস্ক



বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার কিছুক্ষণ পরে এ বৈঠক শুরু হয়।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে পৌঁছালে প্রধান ফটকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী।
এর আগে, ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন, এরপর হায়দরাবাদ হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আজ বিকেলে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
আজ বিকেলে সফরকালীন আবাসস্থল হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার’ দেবে এশিয়াটিক সোসাইটি।
সফরশেষে রবিবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1113920040748488884

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item