জলঢাকায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-”আসুন, ফসল ও সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি” প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর জলঢাকাতে রবিবার বিকালে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো: সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: জেড এ সিদ্দিকি, কৃষি সম্প্রসারণ অফিসার মীর হাসান আল বান্না ও আহসান হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে জলঢাকার কৃতি কৃষক আব্দুল জলিলের সাফল্যগাঁথা ভিডিও চিত্র উপস্থাপনের মাধ্যমে উপস্থিত কৃষকসহ সকলকে উদ্বুদ্ধ করা হয়। বক্তারা বলেন কৃষি ক্ষেত্রে আমাদের অনেক সফলতা আসলেও ইঁদুরের আক্রমনের কারণে প্রতিবছর আমাদের দেশে ১০-১২ লক্ষ মেট্রিকটন ফসল নষ্ট হচ্ছে। একটা ইঁদুর বছরে ১০-১২ কেজি খাবার নষ্ট করে এবং এক জোড়া ইঁদুর বছরে দুই হাজারেরও বেশি বাচ্চা জন্ম দেয়। মাসব্যাপী এ অভিযান চলবে আগামী ০৯ নভেম্বর পর্যন্ত। এ বছর ইঁদুর নিধনে বিশেষ অবদানের জন্য আঞ্চলিক পর্যায়ে পুরুস্কৃত হন উপসহকারী কৃষি অফিসার মো: মনিরুজ্জামান ও কৃষক আব্দুল জলিল। অনুষ্ঠানে শতাধিক কৃষকসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইমাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 881654586900133197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item