জলঢাকায় ব্যাতিক্রমধর্মী মানবতার দেয়াল

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী এলাকার প্রধান সড়কের পাশে একটি দেয়ালে ঝোলানো প্যান্ট-শার্ট ও গেঞ্জি। পুরো দেয়াল জুড়ে একটি শ্লোগানে লেখা “'আপনার যা অপ্রয়োজন হতে পারে তা অন্যের প্রয়োজন' তার এক লাইন নিচে বড় হরফে লেখা “'মানবতার দেয়াল'” ঠিক এর মাঝখানে লেখা 'আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, অন্য পাশে লেখা, 'আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান।'
দেয়ালের দুই পাশের বর্ডার সাইডে লেখা আছে কিছু জরুরি মোবাইল নাম্বার যেমন এলাকার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, র‌্যাব-১৩ নীলফামারী, জলঢাকা থানা, জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনে ১১জন স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকের মোবাইল নাম্বারসহ অপরাধের তথ্য প্রদানের জন্য জাতীয় জরুরী সেবার ৯৯৯ নাম্বার। দেয়ালটিতে পরপর সাজানো তিনটি ওয়াল হ্যাঙ্গার। সেখানে চাইলে বিত্তবান মানুষ প্যান্ট-শার্ট-থ্রিপিস-জুতা-ব্যাগ ইত্যাদি উপকরণ রেখে যেতে পারবেন। আবার দুঃস্থ মানুষজনের যার যেটা প্রয়োজন সেখান থেকে নিয়ে নিতে পারবেন। 'হিউম্যান রাইটস, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, জলঢাকা উপজেলা শাখার' উদ্যোগে যাত্রা শুরু করেছে এমন মানবতার দেয়ালের মাধ্যমে।
সংগঠনটির জলঢাকা উপজেলা শাখার সভাপতি উদ্যমী যুবক স্বেচ্ছাসেবী সংগঠক এম. রাশেদুজ্জামান তাওহীদ জানান, মানবতার দেয়ালে বিত্তবানরা ব্যবহারযোগ্য কাপড় জমা দিতে পারবেন। সেগুলো দেয়ালে ঝোলানো থাকবে। সেখান থেকে অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নেবেন। গত ৬ অক্টোবর সংগঠনের খুটামারা ইউনিয়ন শাখার কার্যক্রম চালু করা হয়। সেখানে উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম, মাছরাঙ্গা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি ম›জুরুল আলম সিয়াম, আবু বকর সিদ্দিকি, এনামুল হক, তিতুমীর, আসলাম হাকিম, রুবেল, সোহেল রানা ও মেহেদী হাসান প্রমুখ। #

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8960037153952304128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item