ফুলবাড়ীতে নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
“জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় “নিসচা” দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি কানিজ আফরোজ এর নেতৃতে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় উপজেলায় এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি কানিজ আফরোজ এর সভপতিত্বে আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, নিসচা ফুলবাড়ী শাখার সভপতি খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এস.এম রাসেল পারভেজ, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাফা কবির, একই বিদ্যালয়ের ছাত্র রাশেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ২৯বিজিবির নায়েক সুবেদার এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, নিসচা ফুলবাড়ী শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ সুমন, যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ¦ মতিউর রহমান মুকুল,যুগ্ন-সাধারণ সম্পাদক,আশরাফুল আলম আশফাকসহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4438576773068510884

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item