তিস্তায় উজানের ঢল কমেছে\ বন্যা পরিস্থিতির উন্নতি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৯ সেপ্টেম্বর\ উজানের ঢলে ফুঁসে উঠা তিস্তা নদীর পানি কমেছে। এতে নীলফামারীর ডিমলা উপজেলা ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা,কালিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে।
আজ বৃহস্পতিবার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২.৬০) ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র জানায়। বন্যার পানি কমে যাওয়ায় উঁচু স্থানে আশ্রয় নেয়া পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরেছে।

সুত্র মতে গতকাল বুধবার সকাল ৬টা হতে উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এতে তিস্তা অববাহিকার নীলফামারীর ডিমলা ও লালমনিরহাট জেলার দুই উপজেলার প্রায় ১০ পরিবারের ৫০ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের হঠাৎ ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে গত মঙ্গলবার রাত ৯টায়  বিপদসীমা অতিক্রম করে। যা গতকাল বুধবার বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আজ বৃহস্পতিবার সেই কমে এখন বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার বন্যা পরিস্থিতি উন্নতি ঘটে।#

পুরোনো সংবাদ

প্রধান খবর 1757447920079200865

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item