সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ অনুষ্ঠান

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ২০১৮- ২০১৯ ইং অর্থবছরের যাকাত বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের ওই যাকাত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা যাকাত বিতরণ কমিটির সভাপতি এস. এম. গোলাম কিবরিয়া।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, মা ও শিশু কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মো. জাহেদুল ইসলাম, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও যাকাত বিতরণ কমিটির সদস্য আলহাজ্ব মো. সাইদুর রহমান,  ব্যবসায়ী মো. তৌহিদুর রহমান বাদল, সৈয়দপুর ইসলামিক ফাউন্ডেশন সৈয়দপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে যাকাতের অর্থে কেনা চারটি সেলাইমেশিন, সাতটি হ্ইুল চেয়ার ও দ্ইুটি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও চারজন অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসার, গৃহ মেরামত, ক্ষুদ্র ব্যবসার জন্য এবং একজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেক পাঁচ হাজার করে যাকাতের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
 একই অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম - মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের আওতায় দুইজন ইমামকে ১২ হাজার করে সুদমুক্ত ঋণের চেক এবং অসহায় ও দুস্থ সাত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে এককালীণ আর্থিক সহায়তার নগদ টাকা প্রদান করা হয়।                   

পুরোনো সংবাদ

নীলফামারী 1748955926588401269

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item