নীলফামারীতে বিশ্ব জলবায়ু ধর্মঘটের প্রতি সমর্থন মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বিশ্ব  জলবায়ু ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে নীলফামারীতে মানববন্ধন করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)।
টিআইবি ঘোষিত সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত ওই মানববন্ধন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়।
শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সচেতন নাগরিক কমিটির সভাপতি এসএম সফিকুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন সদস্য মিজানুর রহমান, টিআইবির এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান, টিআইবি ইয়েস গ্রুপের দলনেতা জাহেদুল ইসলাম, সদস্য হৈমন্তী শুক্লা, পল্লীশ্রীর প্রতিনিধি এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তি বাস্তবায়নে শিল্পোন্নত দেশসমূহের প্রতিশ্রুতি রক্ষার রক্ষার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।#

পুরোনো সংবাদ

নীলফামারী 6000066215828718968

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item