কুড়িগ্রামে অগ্নিকান্ডে ঘর পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

কুড়িগ্রাম পৌর এলাকায় অগ্নিকান্ডে ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, পৌর এলাকার খান পাড়া গ্রামের মৃত নজির খন্দকারের পুত্র মোঃ বাবলু মিয়ার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে টিভিতে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাবুল মিয়ার ঘরে থাকা জমানো ১৫ হাজার টাকা, টিভি, সিলিংফ্যান, খাট ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
বাবুল মিয়া বলেন, বাবা আমি অত্যন্ত মর্মাহত। কোন ভাষাই আসছেনা মুখে। শুধু এটুকুই বলবো যে আমার নগদ টাকা, আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র সমূহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। আমরা শুধুমাত্র নিজেদের প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। এব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদুর রহমান মাসুদ এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ আঃ জলিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করে নগদ ২ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3082549388938780259

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item