পারিবারিক কলহের জের -নীলফামারীতে মেয়েকে সঙ্গে নিয়ে মায়ের আত্মহনন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৬ সেপ্টেম্বর॥ পারিবারিক কলহে তিন বছরের মেয়ে বৃষ্টি আক্তারকে সাথে নিয়ে আত্মহনন করেছেন মা টুনটুনি আক্তার (২৫)। আজ সোমবার সকালে নীলফামারী জেলা সদরের সোনারায়  ইউনিয়নের দারোয়ানী রেল স্টেশনের কাছে ট্রেনের নীচে ঝাপ দিয়ে ওই আত্মহননের ঘটনা ঘটান তিনি। টুনটুনি জেলা সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের বাদাম বিক্রেতা তারেক হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিলে মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়।
পারিবারিক সূত্র জানায়, জেলার সৈয়দপুর উপজেলার কয়া গলাহাট পশ্চিম পাড়া গ্রামের বুধারু মামুদের মেয়ে টুলটুলির সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় জেলা সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে তারেক হোসেনের।
তাদের একমাত্র সন্তান তিন বছরের বৃষ্টি আক্তার। তারেক বাদাম ও বুট ফেরি করে বিক্রি করেন।
টুলটুলি বেগমের বড় ভাই দুলাল হোসেন (৩০) অভিযোগ করে বলেন, ‘তারেক প্রায় সময় মাদকাশক্ত হয়ে আমার বোনের ওপর নির্যাতন চালায়। গত রবিবার রাতে তারেক আমার বোনকে না জানিয়ে তার এক জোড়া কানের দুল বিক্রি করলে তাদেও মধ্যে ঝগড়া বাধে। এসময় তারেক আমার বোনকে বেদম প্রহার করে। ওই রাগ ও দুঃখে সোমবার ভাগিনিকে সাথে নিয়ে আত্মহত্যা করেছে বোন।
এ বিষয়ে কথা বলার জন্য তারেককে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বাবা হামিদুল ইসলাম (৬৫) বলেন, ‘রাতে ছেলে এবং বৌমার মধ্যে কথা কাটাকাটি শুনতে পেয়েছি। সকালে বৌমা তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে নাতনিকে নিয়ে বাড়ি থেকে বের হয়।
এরপর ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যুর খবর পাই।’ তারেক মাদকাশক্ত নয় বলে দাবি করেন তিনি।
সোনারায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়েকে নিয়ে টুলটুলি বেগম আত্মহত্যা করেছে। একই কারণে এর আগে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একবার ছাড়াছাড়িও (তালাক) হয়েছিল। পরে সেটি মিটে গেলে দুজনে সংসার করছিল।’ তারেক মাদকাশক্ত হতে পারে বলে ধারণা করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক ফিরেজুল ইসলাম বলেন,‘একটি ইউডি মামলা দায়েরের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6587937370760904870

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item