নীলফামারীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৩ আগস্ট॥ হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা, প্রার্থনা ও ভক্তদের মাঝে প্রদাস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার(২৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রববর্তী, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক সুধীর রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক ইন্দ্রজিৎ রায় প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় জানান, শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়।
একইভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1862204561421141195

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item