মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে’র আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ ২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর উদ্যোগে দিনাজপুর রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে ডিজিটাল কিওস এলইডি ডিসপ্লে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্লাটফর্মে অবস্থানরত ট্রেন যাত্রীদের মাদক সম্পর্কিত সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে বলেন মাদক একটি ভয়াবহ ব্যধি। এই ব্যধিকে সমাজ ও দেশ থেকে চিরতরে নির্মুল করতে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তাই আসুন আমরা যে যার স্থান থেকে মাদককে চিরতরে নির্মুল করার জন্য সকল প্রকার কার্যক্রম পরিচালনা করি। পরিশেষে রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত কর্মকর্তাদের মাদকের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান, পরিদর্শক মোঃ লোকমান হোসেন, ষ্টেশন সুপার মোঃ সাহিনুর ইসলামসহ  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর ও রেলওয়ে স্টেশন দিনাজপুরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মাদক নিরাময়কেন্দের সদস্যগণ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 746871430260863447

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item