কাঁঠালের ক্রেতা নেই কাঠাল চাষীরা হতাশ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধি ॥ জাতীয় ফল কাঠাল কিন্তু প্রচন্ড গরমে খাচ্ছেনা মানুষ , তাই দাম নেই বাজারে এই জাতীয় কাঠাল ফলেরগাছ ভিটে বাড়ি যেখানে সেখানে কাঁঠাল জুড়ে কাঁঠাল গাছ। শুধু গাছে নয় হাটে বাজারে সর্বত্রই কাঁঠাল আর কাঁঠাল পরিলক্ষিত হচ্ছে। এ দৃশ্যটি ঠাকুরগাঁওয়ে এ যেন কাঁঠালের রাজ্য। ঠাকুরগাঁও কাঠাঁলের বাম্পার ফলন হয়েছে। গাছে গাছে শোভা পাচ্ছে অসংখ্য কাঁঠাল। এছাড়া হাট বাজারে ইতোমধ্যে জমে উঠেছে বেচা কেনার ধুম কিন্তু গরমে ক্রেতা নেই । এ অঞ্চলের কাঁঠাল যাচ্ছে  সারা দেশে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কাঁঠাল বিক্রি হচ্ছে দক্ষিণ অঞ্চলের হাটবাজারগুলোতে। আর এ কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেনও অনেক কাঠাল চাষিরা।  ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার হেক্টর ভূমিতে কাঁঠাল চাষ করেছে এ অঞ্চলের কাঠাল বাগানের চাষীরা। কাঁঠালের বাম্পার ফলন ভাল হলেও দাম নেই বাজারে। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে কাঁঠাল ভাল ফলে। তাই  বাগান করা ছাড়াও বসত ভিটায় কাঁঠাল গাছ রোপণ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে ও বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3584906397143697112

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item