সৈয়দপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ৪১জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ৪১ জন  ছাত্রীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ওই বাইসাইকেল বিতরণ করা হয়। আজ বুধবার
উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই বাইসাইকেলগুলো হস্তান্তর করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
 অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল হাসনাত সরকারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষাথর্খীরা উপস্থিত ছিলেন।
 শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ছাত্রীদের হাতে  নতুন একটি করে বাইসাইকেল তুলে দেন।       

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5538504842003576184

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item