সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের ২০১৯-২০২০ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জুলাই) সকালে কলেজ মিলয়াতনে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 নবীনবরণ অনুষ্ঠানে হাজারীহাট স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনসুর আলী চৌধুরী সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, প্রভাষক  মো. জিয়াউর রহমান, খন্দকার শহিদুজ্জামান, মো. মোকাদ্দেম সিদ্দিকী, মো. রফিকুল ইসলাম প্রমূখ। গোটা নবীনবরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহবুব আলী মাহী।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ফিতা কেটে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিতনবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে কলেজে ২০১৯-২০২০ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র- ছাত্রী ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।  শেষে নবীন শিক্ষার্থীদের সকলকে মিষ্টিমুখ করানো হয়েছে।
 বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 কলেজ অফিস সূত্রে জানা গেছে,  এবারের ২০১৯-২০২০ইং শিক্ষাবর্ষে হাজারীহাট স্কুল ও কলেজের তিনটি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায়  মোট ১৭১ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।                                     

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2249213423082944488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item