পাগলাপীরে মরন ফাঁদের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে ডালিয়া বুড়িমারী সড়কে মরহুম আব্দুল মান্নান মার্কেটের সামনে সড়কের কার্পেটিং পাথর খোয়া উঠে সেখানে বেশ কয়েকটি ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। এর ফলে সড়কে চলাচলরত বাস কোর্চ ট্রাক কার মাইক্রো অটো সিএনজি রিক্সা ভ্যান সহ নানা হালকা পাতলা যানবাহনগুলো জীবনের উপর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন। গত দুই সপ্তাহে ১৫টি দূঘর্টনায় ১০টি যাত্রীবাহী অটো ৩টি রিক্সা ভ্যান ২টি মটর সাইকেল গাড়ি উক্ত সড়কের মরন ফাঁদে উল্টে গিয়ে ২জন আরোহী ও চালক সহ ৫০ যাত্রী দূঘর্টনার স্বীকার হন। ফলে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালক স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থী পথচারী সহ বিভিন্ন মহল সড়কের উক্ত বেহাল ভগ্নদশার মরন ফাঁদে পড়ে যেকোন মূহুর্তে যাত্রীবাহী বাস, অটো সিএনজি উল্টে বড় ধরনের দূঘর্টনায় প্রানহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। জানা গেছে পাগলাপীর বন্দরের ডালিয়া বুড়িমারী সড়কের মরহুম আব্দুল মান্নান মার্কেটের সামনে সাম্প্রতি সড়কের কয়েকটি স্থানে পানি নিস্কাশনের ড্রেনের স্লাপ ভেঙ্গে ব্যবহৃত ময়লা আর্বজনা পানি সড়কে গড়িয়ে এবং বৃষ্টি পানি সড়কে জমে উঠে জলাশয় সৃষ্টি হয়ে পড়ছে। এর ফলে সড়কের উপর পানি জমে উঠায় পিচ নরম হয়ে পড়ছে। এরপর বিভিন্ন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নরম পিচের কার্পেটিং পাথর খোয়া উঠে সেখানে সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্যক গর্ত নামক মরন ফাঁদ। পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কের দোকান মালিক সমিতির সভাপতি শাকিল হোসেন, গালামাল ব্যবসায়ী জাহাঙ্গীর, হোটেল ব্যবসায়ী শিমুল মিয়া ও হোমিও চিকিৎসক ডাঃ প্রদীপ কুমার সরকার সহ বিভিন্ন মহল বলেন পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কটি উত্তরাঞ্চলের একমাত্র ব্যস্ততম বানিজ্যিক সড়ক। উক্ত সড়কের উপর দিয়ে প্রত্যহ বিরতিহীনভাবে কিশোরগঞ্জ, নীলফামারী, জলঢাকা, ডালিয়া ,দেবীগঞ্জ, পঞ্চগড় ও বুড়িমারী লালমনিরহাট সহ ৩টি জেলার ১২টি উপজেলার প্রায় লক্ষ্যাধিক বিভিন্ন পেশার মানুষ বাস  সহ নানা যানবাহনে রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা, যশোর, খুলনা, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে উক্ত মরন ফাঁদের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এ ব্যাপারে পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালক ও স্থানীয় জনসাধারন সড়কের উক্ত বেহাল ভগ্নদশা মরন ফাঁদগুলো সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1676872715700342416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item