নাগেশ্বরীতে মেইল বাস চালুর দাবিতে নাগরিক কমিটির লিফলেট বিতরণ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেইল বাস চালুর দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। নাগরিক কমিটি-নাগেশ্বরীর উদ্যোগে রোববার বিকেলে ভূরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন হাট বাজার, লোকালয়ে ঘুরে ঘুরে দোকান পাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেণিপেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি রবিউল ইসলাম খাঁন, সহ-সভাপতি অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, জালাল উদ্দিন, দিপু ব্যাপারী, আবু হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
উল্লেখ্য ভূরুঙ্গামারী হতে রংপুর পর্যন্ত প্রায় ১শ কিলোমিটার দীর্ঘ পথে সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় দুর্ভোগে যাতায়াত করতে হয় উত্তর ধরলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষকে। তাই তাদের এই প্রাণের দাবি আদায়ে ৮ জুন সোমবার নাগেশ্বরী উপজেলা গেটের সামনে মানবন্ধনের আয়োজন করেছে নাগরিক কমিটি-নাগেশ্বরী। উক্ত মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 7496563800297806008

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item