জলঢাকায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সাথে জলঢকা উপজেলার সকল সরকারি দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকুরুল হক,
উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল
ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইসচেয়ারম্যান  মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশীদ, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এর আগে উপজেলার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস। এসময় উপজেলার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপজেলায় কোয়ালিটি শিক্ষার উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মতর্তাদের প্রতি আহবান জানান। তিনি গন্যমাণ্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছে জানতে চান। এসময় তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির উর্ধ্বে উঠে কাজ করাসহ জনসেবায় মনোযোগী হতে বলেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4547086366205647006

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item