রিফাতের হত্যাকারীরা কেউ রেহাই পাবে না: রংপুরে আইজিপি

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুরোঃ 


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, রিফাতের হত্যাকারীরা কেউ রেহাই পাবে না।  রিফাত হত্যার সাথে জড়িত এ পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।  জড়িত অন্যদের গ্রেফতারে সীমান্তসহ, সড়কপথ, আকাশপখ, রেলপথ সকল পথ বন্ধ করে নিচ্ছিদ্র চৌকি বসানো হয়েছে।  খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে।
তিনি রবিবার বিকেল ৪ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর নির্মিত ৬ কোটি ১৮ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘রংপুর মেট্রোপলিটন পুলিশে আরও অনেক বেশি সরঞ্জামাদি প্রয়োজন।  আমরা চেষ্টা করছি যাতে রংপুর পুলিশ প্রশাসন আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে।’
আইজিপি আরও বলেন, বরগুনার রিফাত হত্যা মামলায় এফআইআর’র বাইরেও কেউ জড়িত আছে কিনা সিসি টিভির ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার রশিদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ প্রমুখ।
এদিকে বিকেলে টাউন হল হল চত্বরে কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।

পুরোনো সংবাদ

রংপুর 1704377656005186474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item